পরীার হল

পরীার হল
নেই কোলাহল
দুরু দুরু বে
বসে সব ক।ে
গাতে আসে প্রশ্ন
কেউ খুশি কেউ ুন্ন
কারো হাত খাতায়
কারো হাত মাথায়।


কলমের খস খস
খাতায় ঘস ঘস
কেউ লিখে অবিরল
কারো চোখ ছল ছল।
অবশেষে ঘন্টা
কেপে উটে মনটা
খাতা হয় হাত ছাড়া
মনে হয় সব পড়া।
এই দুনিয়া তেমনি
পরীার হল
আখিরাতের জন্য তাই
কামাও সম্বল।

0 comments:

Post a Comment