শ্রী চৈতন্যের মহিমা - কবিতা

আইলরে চৈতন্যের গাড়ী সোনার নদীয়ায় ॥
ওরে রাই কোম্পানী জংশন হইল শ্রীবাস আঙ্গিনায় ॥ ঐ
শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার নিত্যানন্দ টিকেট মাষ্টার
শ্রী গৌরাঙ্গ হইয়া ড্রাইভার সেই গাড়ী চালায় ॥ ঐ
আজি গরিব লোকের কি সুবিধা ধনী বইলা নাইকো বাধা।


থাকলে ভক্তি মাশুল নববিধা টিকেট পাওয়া যায়। ঐ
ধনী-মানি সুরে ফিরে টিকেট বিনা যাইতে নারে।
টিকেট বাছনি চেক কইরা দেয় রামানন্দ রায় ॥ ঐ
দীন শরৎ বলে যার কাছে রাধারানীর ছাড়পাস আছে।
তারা ফাষ্টকাসে টিকেট কাইটা ব্রজধামে যায় ॥ ঐ


0 comments:

Post a Comment