ভক্তি মূলক গান
আমার একা যাইতে ভয় করে
চল গুরু দুজন যাই পারে।।
আমি পার ঘাটায় বসিয়া কান্দিগো,
ও গুরু সঙ্গে নেও আমারে।
ও গুরুগো ঘাটে আছে মাঝি একজনা,
সঙ্গে নাই মোরে খেওয়ার কড়ি পারতো করেনা।
মাঝিরে তোর পায়ে ধরি পার করিয়া দেও আমারে।।
চল গুরু ...........................।।
ওগুরু গো ঘাটে আছে ফুলেরি বাগান,
গুরুয়ে দিলা মহামন্ত্র কেবল হরির নাম।
গুরুর নামে মগ্ন হইয়া অধর চাঁন্দ বিরাজ করে।
চল গুরু ...........................।
আমার একা যাইতে ভয় করে
চল গুরু দুজন যাই পারে।।
আমি পার ঘাটায় বসিয়া কান্দিগো,
ও গুরু সঙ্গে নেও আমারে।
ও গুরুগো ঘাটে আছে মাঝি একজনা,
সঙ্গে নাই মোরে খেওয়ার কড়ি পারতো করেনা।
মাঝিরে তোর পায়ে ধরি পার করিয়া দেও আমারে।।
চল গুরু ...........................।।
ওগুরু গো ঘাটে আছে ফুলেরি বাগান,
গুরুয়ে দিলা মহামন্ত্র কেবল হরির নাম।
গুরুর নামে মগ্ন হইয়া অধর চাঁন্দ বিরাজ করে।
চল গুরু ...........................।
0 comments:
Post a Comment