মুখে হরে কৃষ্ণ নাম

রাধে গোবিন্দ রাধে গোবিন্দ সদাই আনন্দে বল রসনায়
মুখে হরে কৃষ্ণের নাম বল অবিরাম,
হরির নামে গুনে পাবে পরমানন্দ ॥
রাধে গোবিন্দ রাধে গোবিন্দ সদাই আনন্দে বল রসনায়,
যদি যাবি মন নিত্য বৃন্দাবন
শ্রী গুরুর চরণ করবে সাধন,
তা’না হলে মন ঘটবে বিড়ম্বন,
পাবেনারে গৌর চরনার বৃন্দ।
রাধে গোবিন্দ রাধে গোবিন্দ সদাই আনন্দে বল রসনায়,
ভ্রমিতে ভূমিতে মানব দেহ পেয়ে-
সংসারে আসিয়া কি কাজ করিলে
দয়াল হরি না ভজিলে কুরসে মজিলে,
জানলাম রে তোর কপাল মন্দ।
রাধে গোবিন্দ রাধে গোবিন্দ সদাই আনন্দে বল রসনায়.

0 comments:

Post a Comment