জিজ্ঞাসা তত্ত্ব 
* কোথা কার গুরু তোমার কোথা তার বাস,
কি বস্তুু পাইয়া তুমি হলে তার দাস ॥
কি বস্তুু পাইয়া তুমি বান্ধা দিলে মন,
কোন শক্তি জেনে দেহ করিলে সমর্পন।
* পরকিয়াভাবে গুরু ব্রজে তার বাস,
প্রেম তত্ত্ব পাইয়া আমি হইয়াছি তার দাস।
আত্মতত্ত্ব পাইয়া আমি বান্ধা দিলাম মন, 

কৃষ্ণ শক্তি জেনে দেহ করলাম সর্মপন।।

১।    তুমি কার দাস  ?  শ্রীগুরুর দাস/দাসী।
২।    শিা গুরুর সঙ্গেকোন সম্মন্ধ-? স্বামী সম্মন্ধ।
৩।    শিা গুরু কোনস্বরূপ ? গৌরাঙ্গ স্বরূপ।
৪।    তোমার প্রণালী কত  ? শ্রীগুরু দেবের১৫ আমার ১৬।
৫।    কোন মন্ত্র--?  শ্রীকৃষ্ণ চৈতন্য মন্ত্র।
৬।    কোন গোত্র --? ---- অচ্যুতানন্দ গোত্র/কৃষ্ণের গোত্রে গোত্রিকা।
৭।     কোন সম্প্রদায় --?  মধ্ব্যাচার্য্য সম্প্রদায় ।
৮।    কোন পরিবার---? নিত্যানন্দ পরিবার।
৯।    কোন শাখা ---?   রাম মোহন শাখা।
১০।    ধর্ম কি -? ত্রিনামানী কি কি, তিন ছাড়া মানিনা
হরে, কৃষ্ণ, রাম এইতিন নামের বীজ।
১১।     কোন মত -?    শ্রী রুপের মত ও ছয়গোঁস্বাই মত
১২।     কোন পথ -?   পঞ্চ রসিকের পথ
১৩।     কোন ভাব ? দাস্য ও গোপি ভাব।
১৪।     গৌরাঙ্গ কোন স্বরূপ?  কৃষ্ণ স্বরুপ।
১৫।    কৃষ্ণ মন্ত্র কয় অর ? অষ্টাদশ অর।
১৬।    চৈতন্য মন্ত্র কয় অর ?  এক অর /অজফা দুই অর।
১৭।    কোন ভজন ?   গুরু গৌর ও রাধা কৃষ্ণের যোগলভজন।
১৮।    কৃষ্ণ কোন স্বরূপ ?   বৈষ্ণব স্বরূপ ।
১৯।    মন্ত্র কোন স্বরূপ ?  কৃষ্ণ স্বরুপ।
২০।    বীজ কোন স্বরূপ ?    রাধিকা স্বরূপ।

0 comments:

Post a Comment