নিষ্কলুষ কে
        এম রাজু আহমেদ
  
সকল হাসি নয়কো সুখের, আনন্দে সব হাসে নাকি
কিছু কান্না ঝরে চোখে, মহাসুখের ভ্রমনগামীর।
সব আহার কি হয় সে ুধায়, বিষ পানে আর নেশা যেমন
কারো শয়নে ঘুম আসে না, থাকুক যতই হরেক সেবন।


চিৎকারে সব বিভীষিকা নয়, উল্লাসেও হয় এমন
মন থেকে সব হয়কি চাওয়া, আবেগেও তা হয় এসব।

সকল দৃষ্টি হয় না দেখা, তাকানো বলে ভাবতে পারো
হৃদয়ের টানে প্রেম নহে সব, স্বার্থে কিছু হচ্ছে পুরো।
সর্ব পানি বিশুদ্ধ নয়, হতে পারে নোংরা জল
চলো সবাই গড়বো এবার, নিষ্কলুষ এক আবাসস্থল।

0 comments:

Post a Comment