মায়ের আগমন

মঙ্গল কারিনী, দূর্গতি নাশিনী।
    শক্তি দায়ীনি তুমি ॥
তোমার ছায়ায় জগৎ জুড়ে।
    শান্তি পাই ধরনি ॥
শরতের আগমনে মাগো।
    প্রতিবার তুমি জাগো ॥
তোমায় নিয়ে মনের আশা।


    সারা জিবীন পাই ভরসা ॥
মা তুমি আধার আলো।
    সবাই তোমায় বাসে ভালো ॥

0 comments:

Post a Comment