গ্রীস্মের তাপদাহে পৃথিবী যখন জ্বলজ্বলে উত্তপ্ত। মাঠ ঘাট ফেটে চৌচির। বর্ষা তখন নিয়ে আসে প্রকৃতির রুপে সেজে মোলায়েম শান্তি। চীর সবুজ বাংলার রূপ ঠিক তখনি আকাশ ছুঁতে চেষ্টা করে। এভাবেই চলে যায় বর্ষা। আসে শরৎ জাগে নদীর তীরে দু কূল ছাপিয়ে উঠে ঘণ কাশফুল। আকাশের বুকে ভেসে বেড়ায় সাদা মেঘ। তখন দুর্গতির অবসান ঘটিয়ে এভাবেই এসেছিলেন দুর্গতি নাশিনী শ্রী শ্রী মা দূর্গা।
সংশ্লিষ্ট সবাইকে শারদীয় শুভেচ্ছা। 
বাদল বুনার্জী

0 comments:

Post a Comment