শারদীয় দুর্গোৎসব বানী - Part-2

শিশির সিক্ত শেফালী ফুলের ঘন সৌরভ মেখে প্রভাতে শারদীয় দূর্গো উৎসব অগনীত ভক্তদের জন্য রয়ে আনুক সূখ শান্তি অনাবিল আনন্দ ও সমৃদ্ধির বার্তা। প্রতি বছরের মত ঘরে ঘরে ঢাকের তালে তালে দূর্গতি নাশিনী মহামায়া আনন্দময়ীর শুভাগমনে প্রাণে প্রাণে স্পন্দিত হউক উৎসাহ উদ্দীপনা। শত প্রতি কূলতার মাঝেও দেশ ছুয়ে যাক আনন্দের সুর লোহরিতে।

    সারদ উৎসবের আনন্দ মনে সঞ্চারিত করুক প্রাণ চাঞ্চল্য ধৈর্য্য, সাহস ও অভিনাশী শক্তি ও সাহসের বিরুদ্ধে বেঁচে থাকার ইস্পাত ও কঠিন মনোবল। অসাম্প্রদায়ীক শক্তি ও সাহসের বলে মুক্তি যুদ্ধের চেতনায় দেশ অর্থনৈতিক অগ্রগতি শক্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাক।
    দূর হক সমস্ত দূর্নীতি, সন্ত্রাস, অন্যায় অত্যাচার ও জীবন যন্ত্রনা। দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতিতে বিপর্যস্ত যে মানুষ তাকে ও স্পর্শ করুক উৎসবের এই আয়োজন।
তাই মহামায়া দেবীর কাছে প্রার্থনা প্রতিটি মানুষের কাছে বয়ে আনুক শান্তি ও সুখের বার্তা।

(মহীতো)

0 comments:

Post a Comment