রস রচনা
আপন ভাবার কে?
এক দিন আলী বাবুর ঘরে চোর ঢুকেছিল। চোর অনেক কিছু চুরি করে নিয়ে যায়। তাই তিনি পুলিশকে জনিয়ে দেন, পুলিশ আলী বাবুর ঠিকানা জেনে নেয়। তার পর ঘটার বিবরণ পুলিশ জানতে চায়। সে সময়  তাদের মধ্যে আলাপ আলোচনা চলে নিম্নরূপ-
পুলিশঃ- আচ্ছা আলী সহেব, ঘটনাটি আসলে কি?
আলীবাবুঃ আমার ঘরে ঠিক মধ্যরাত্রে চোর ঢোকে। আমি ঘুম পাড়ার অভিনয় করি। তারপর বেটা একটা পকেট থেকে যেন কি বের বরল আর সেটা নিয়ে আলমারী খুলে ফেলল।
পুলিশঃ আপনি সে সময় কি করছিলেন?


আলী বাবুঃ আমি সে সময় ভাবছিলাম দেখি না বেটা কি করে।
পুলিশঃ তারপর  তি ঘটল?
আলী বাবুঃ বেটা আলমারী থেকে টাকার বাক্সসহ সোনা হাতে নেয় এবং বাইরে চলে যায়।
পুলিশঃ আপনি সে সময় কি করছিলেন?
আলী বাবুঃ আমি তার পেছনে পেছনে গেলাম। ভাবলাম দেখিনা বেটা কি করে।
পুলিশঃ তারপর কি করলেন।
আলী বাবুঃ আমি দেখলাম বেটা পালানোর চেষ্টা করল। আর আমি কলার ধরে টান দিলাম। কিন্তু বেটা কলার ছিড়ে দৌড় দিয়ে পালাল।
পুলিশঃ আপনি গ্রামের লোকজনকে ডাকলেন না কেন?
আলী বাবুঃ আমি ভাবছিলাম দেখি বেটা ফিরে আসে কিনা।
পুলিশঃ আপনি তখনও ভাবছিলেন।
আলী বাবুঃ (রাগ করে) আমার জিনিস আমি ভাববোনা তো আপনি ভাববেন।

2 comments: