ছোট গল্প
প্রবীন ইলিশ
আমি ইলিশ। তোমরা তো জান বিজ্ঞানীরা ইলিশ মাছকে জাতীয় মাছ বলে আখ্যায়িত করেছেন। তোমাদেরকে আমার পরিচয় দেই। আগেই তো তোমাদেরকে আমার নাম বলেছি। এবার আমার বংশ পরিচয় দেব। আমার জন্ম পদ্মা নদীতে। আমি আমার মা বাবার সপ্তম সন্তান। ভাই বোনদের মধ্যে আমি সবার ছোট।
মা বাবা আমাকে নিয়ে বেশ চিন্তিত থাকতেন। আজ আমি বড় হয়েছি। আমার বয়স এখন চল্লিশ বছর। বয়সের দিক বিবেচনা করে আমাকে দেখলে তোমরা বিশ্বাস করবে না। কারণ আমার উচ্চতা মাত্র চার ইঞ্চি। এখন আমি ৫সন্তানের বাবা। নিশ্চই তোমরা এদের নাম শুনতে আগ্রহী। তাদের নাম হল- ইলা, ইলি, ইপু, ইকু, ইজা, এই হল তাদের নাম। এক একে সবাই আমাকে ছেড়ে বিদায় নিল। আমি আজও বেচে আছি তোমাদের দোয়ায়।
আমি অনেকের হাতে ধরা পড়েছিলাম কিন্তু সবাই আমাকে জাটকা ইলিশ বলে ছেড়ে দিয়েছে। এসব কান্ড দেখে সব মাছ আমার প্রতি ঈর্ষা করে। তোমাদের কাছে তো আমার জীবনী বললাম। কিন্তু তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ তোমরা আমার কথা কোন জেলেকে বল না। আর আমার জন্য দোয়া কর আমি যেন কোন শিকারীর ফাদে না পড়ি।

0 comments:

Post a Comment