সভ্যতার ক্রমবিকাশে নারী সমাজ - Part - 1
প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায়।
    পুরান চক্রবর্তী শ্রীমºাগবতমের মতে স্বায়ম্ভুব মনুর বংশ থেকেই মানব সৃষ্টি শুরু হয়েছিল। মনুর ছিল দুই পুত্র প্রিয়ব্রত ও উত্থানপাদ। দেবাহুতি নামে এক কন্যা ছিল মনুর। সেই সময় কর্দম ঋষি নামে এক মহাত্মা ছিলেন। অসাধারণ তপস্যা করতেন তিনি। সৃষ্টিকর্তা ব্রহ্মা এই কর্দম ঋষিকে সÍান উৎপাদন করতে আদেশ দেন। ব্রহ্মাজীর আদেশ পেয়ে মহর্ষি কর্দম সরস্বতী নদীর তীরে দশ হাজার বৎসর তপস্যা করেছিলেন। তখনও সত্যযুগ আরম্ভ হয়নি। কেন মহর্ষি কর্দমের এই তপস্যা ? আসুন  আমরা দেখি পুরান চক্রবর্তী শ্রীমদ্ভাগবতম কি বলেন। মহর্ষি কর্দমের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান তাঁকে দেখা দেন। ভগবান বললেন, হে ঋষি !

তোমার তপস্যায় আমি বৈকুণ্ঠে থাকতে পারিনি। আমাকে যখন ভক্তরা ডাকে তখন আমি তাঁদের কাছে চলে আসি। আমি তোমার তপস্যায় প্রীত হয়েছি। কি চাও তুমি ? তখন কর্দম ঋষি ভগবৎ পাদপদ্ম বন্দনা করে বললেন, প্রভু ! তুমি সর্বেশ্বর। ব্রহ্মাজি আমাকে সন্তান উৎপাদন করতে আদেশ করেছেন, তাই আমি তোমার কাছে গ্রাহস্থ্যধর্মের অনুকূল সহায়িকা শীলবতী কন্যানে ভার্য্যরূপে পেতে চাই।
তথা স চাহং পরিবোঢ়–কাম ঃ
সমানশীলাং গৃহমেধধেনুম্
শ্রীমদ্ভাগবতম ০৩/২১/১৫
    পদ্মনাভ ভগবান গরুড়ের উপর বিরাজমান ছিলেন। তিনি কর্দম ঋষির শরনাগতি দেখে মুগ্ধ হন এবং অমৃত মধুর বাক্যে তাঁেক বলেন, হে কর্দম ! তুমি যে জন্য আত্মসংযমপূর্বক আরাধনা করছো, তা আমার অজ্ঞাত নয়। তাই তোমার মনোবাসনা যাতে পূর্ণ হয় তার ব্যবস্থা আমি পূর্বেই করে রেখেছি। রাজর্ষি মনুর একটি গুনবর্তী কন্যা আছে। তাঁর নাম দেবাহুতি। তাকে নিয়ে মনু আগামী পরশু তোমার নিকট আসবেন। এই কন্যাকে তুমি পতœীরূপে গ্রহণ করো। এই পতœীর গর্ভে তোমার নয়টি কন্যা জন্ম নেবে এবং তারপরে সেই কন্যাদের গর্ভে সামাজিক প্রথা অনুযায়ী মরীচি প্রভৃতি ঋষিগণ পুত্র উৎপাদন করবেন। এই বিষয়ে ভগবান শ্রীমগ্ধগবদগীতাতে ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা রয়েছে।
মহর্ষয়ঃ সপ্ত পূর্বে চাত্বারো মনবস্তথা।
মদ্ভাবা মানসা জাতা  যেষাং লোক ইমাঃ প্রজাঃ ॥
শ্রীমদ্ভাগবদগীতা১০/০৬


2part next page

0 comments:

Post a Comment