দয়াময়
ইচ্ছে মতো বিশ্ব গড়েন
দেন সবারে আহার
তাইতো আমার এই পৃথিবি
এমন রুপের বাহার ।
সকাল বেলা পাখির ডাকে
হাসবে ফুলের হাসি।
অস্ত যাবার দৃশ্য্টাকে
সবাই ভালোবাসি।
আলো বাতাস সবার জন্য
দিলেন দয়া করে
তৃষনা কাতর শুকনো মাঠে
তার করুনাই ঝরে
তুমি আমি তিনিও সে
যখন যেমন তাকি
নদীর মতো নিরবদী
তাকেই যেনো ডাকি
সবাই যখন ঘুমিয়ে পড়েন
ঘুমান না যে তিনি
যেন পরোযার এমন সজাগ
কজন তাকে চিনি।
ইচ্ছে মতো বিশ্ব গড়েন
দেন সবারে আহার
তাইতো আমার এই পৃথিবি
এমন রুপের বাহার ।
সকাল বেলা পাখির ডাকে
হাসবে ফুলের হাসি।
অস্ত যাবার দৃশ্য্টাকে
সবাই ভালোবাসি।
আলো বাতাস সবার জন্য
দিলেন দয়া করে
তৃষনা কাতর শুকনো মাঠে
তার করুনাই ঝরে
তুমি আমি তিনিও সে
যখন যেমন তাকি
নদীর মতো নিরবদী
তাকেই যেনো ডাকি
সবাই যখন ঘুমিয়ে পড়েন
ঘুমান না যে তিনি
যেন পরোযার এমন সজাগ
কজন তাকে চিনি।
0 comments:
Post a Comment